Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

বিক্রয় ও বিতরণ বিভাগ

ওজোপাডিকোলিঃ, বাগেরহাট

নতুন সংযোগ গ্রহন পদ্ধতি

* ওয়ানস্টপ সার্ভিস সেন্টার/গ্রাহকসেবা কেন্দ্র থেকে নতুন সংযোগের আবেদন পত্র পাওয়া যাবে।

* আবেদনপত্রটি যথাযথ পূরণ করে নির্ধারিত আবেদন ফি নির্দ্দিষ্ট ব্যাংক/বুথ/শাখা অথবা গ্রাহক সেবা কেন্দ্র/দপ্তরে জমা প্রদান করে জমা রশিদ ও প্রয়োজনীয় দলিলাদি সহ গ্রাহক সেবা কেন্দ্রে জমা করলে একটি নিবন্ধন নম্বর সহ পরবর্তী আগমনের তারিখ জানানো হবে।

* গ্রাহক সেবা কেন্দ্র সংলগ্ন বুথ/নির্ধারিত ব্যাংক শাখা/দপ্তরে ডিমান্ড নোটের উল্লেখিত টাকা জমা পূর্বক জমার রশিদ প্রদর্শন করলে সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যুৎ সংস্থা কর্তৃক সরবরাহকৃত অথবা বিদ্যুৎ সংস্থা কর্তৃক অনুমোদিত ক্রয়কৃত মিটার গ্রাহক জমা দিলে মিটার কার্ড সহ মিটার ১৫(পনের) দিনের মধ্যে গ্রাহকের আঙ্গিনায় স্থাপন করা হবে। যদি সংযোগ প্রদান সম্ভবপর না হয় তবে তার কারণ জানিয়ে একটি পত্র দেওয়া হবে।

* পরবর্তী মাসের বিলিং সাইকেল অনুযায়ী গ্রাহকের প্রথম মাসের বিল জারী করা হবে।

* ওয়ানস্টপ সার্ভিস সেন্টার/গ্রাহকসেবা কেন্দ্র থেকে নতুন সংযোগ গ্রহনের নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রয়োজনবোধে নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে সংগ্রহ করা যাবে।

নতুন সংযোগের আবেদন ফি

সিঙ্গেল ফেজ ২৩০ ভোল্ট সংযোগের জন্য ৫০০/= - ৭০০/= আনুমানিক টাকা (মালামাল বাদে)

থ্রি ফেইজ (৪ তার) ৪০০ ভোল্ট সংযোগের জন্য ১২০০/= - ১৫০০/= আনুমানিক টাকা (মালামাল বাদে)

থ্রি ফেজ ১১০০০ ভোল্ট সংযোগের জন্য ৫০০০/= - ৭০০০/= আনুমানিক টাকা (মালামাল বাদে)

অস্থায়ী সংযোগের জন্য = ২৫০.০০ টাকা

গ্রাহকরে অনুরোধে চুক্তি পরিবর্তন/পুনঃক্ষমতায়নঃ ১৫০.০০ টাকা

(বিঃদ্রঃসরকারের নির্দেশনা অনুযায়ী টাকার পরিমাণ পরিবর্তন হতে পারে।)

সংযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণ ও পুনঃ সংযোগ চার্জ

(ক) বিল পরিশোধে অক্ষমতার কারণে সংযোগ বিচ্ছিন্নের ক্ষেত্রেরঃ-

গ্রাহক শ্রেণীঃ এ,বি,সি,ডি,ই,জে, (একফেজ) টাঃ ৬০০.০০

গ্রাহক শ্রেণীঃ এ,বি,সি,ডি,ই,জে, (তিনফেজ) টাঃ ১২০০.০০

গ্রাহক শ্রেণীঃ এফ,জি,এইচ, আই   টাঃ ৬০০০.০০

নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ

গ্রাহক শ্রেণীঃ এ,ডি এবং ই

একফেজ - টাঃ ৩৭৫.০০ প্রতি কিঃওঃ অনুমোদিত চাহিদার জন্য

তিনফেজ - টাঃ ৫৫০.০০ প্রতি কিঃওঃ অনুমোদিত চাহিদার জন্য

গ্রাহক শ্রেণীঃ বি,সি,এফ,জি,এইচ,আই এবং জে

                - টাঃ ৬০০.০০ প্রতি কিঃওঃ অনুমোদিত চাহিদার জন্য