নির্বাহী প্রকৌশলীর দপ্তর,বিক্রয় ও বিতরণ বিভাগ,ওজোপাডিকোলি,বাগেরহাট দপ্তরের সম্নানিত বিদ্যুৎ গ্রাহক গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে খোলা বাজার হতে প্রি পেইড মিটার ক্রয় করা যাচ্ছে, যে সকল গ্রাহক খোলা বাজার হতে প্রি পেইড মিটার ক্রয় করে নতুন সংযোগ গ্রহন করবেন অথবা নষ্ট মিটার পরিবর্তন করবেন তাদের আর মিটার ভাড়া কর্তন করা হবে না। তবে পুর্বের ন্যায় ডিমান্ড চার্জ কর্তন , ভ্যাট কর্তন এবং রিবেট সুবিধা অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস